নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সৌদি নারীরা
আগামী বছর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সৌদি আরবের নারীরা। ওই নির্বাচনে তারা ভোটও দিতে পারবেন। দেশটির বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক রীতির বাইরে গিয়ে সৌদি মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে।
২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনেও প্রার্থী হিসেবে কিছু ক্ষেত্রে নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি প্রত্যাশিত ছিল। তবে শেষ পর্যন্ত ওই নির্বাচনে নারীদের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি অনুমোদন দেওয়া হয়নি।
যদিও সে সময় দেশটির বাদশাহ আব্দুল্লাহ ২০১৫ সালের নির্বাচনে নারীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এবারের নির্বাচনে নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোদন দেওয়াকে ওই প্রতিশ্রুতি পূরণের অংশ বলে মনে করা হচ্ছে। তবে প্রচ- রক্ষণশীল সৌদি সমাজে নারীরা কিভাবে প্রচারণা চালাবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। সূত্র : দ্য ডন