৮ কোটি আইফোন বিক্রি করবে অ্যাপেল
অ্যাপেল তাদের নতুন আইফোনকে বিশাল সংখ্যক পরিমাণে বিক্রি করতে চায়। আর সে কারণেই অ্যাপেল আইফোন-৬ এর দুটি সংস্করণের সাত থেকে আট কোটি হ্যান্ডসেট বানাচ্ছে।
এতদিন পর্যন্ত এ সংখ্যক আইফোন বানায়নি অ্যাপেল। গত বছরেই কোম্পানি পাঁচ থেকে ছয় কোটি আইফোন বানিয়েছিল। তবে এবার অ্যাপেল ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চির হ্যান্ডসেট বেশি সংখ্যায় বানাচ্ছে।
যদিও অ্যাপেল আইফোন বানানোর জন্য দুটি টেক কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেধেছে। এ দুটি হলো-তাওয়ানি কোম্পানি ফ্যাক্সকন ও পেগাট্রোন করপোরেশন। আগামী মাস থেকে ৪.৭ ইঞ্চির আইফোন প্রস্তুত করা হবে।
ফ্যাক্সকনের সহযোগী কোম্পানি হোন হাই প্রিসিজন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড ৫.৫ ইঞ্চির আইফোন বানাবে। আশা করা হচ্ছে, এবারের আইফোনের কেস মেটালেল হবে যেমনটা আইফোন-৫ এর ছিল। এ দুটি ফোনই বেশ পাতলা হবে। আর এ কারণেই ৫.৫ ইঞ্চি স্ক্রিনওয়ালা ফোনের বিক্রিতে সফল হবে আইফোন।