গাজায় নিহত নারীর গর্ভের সন্তান অক্ষত !
গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের হামলায় শুক্রবার এক গর্ভবতী নারী নিহত হয়েছে। কিন্তু চিকিৎসকরা তার গর্ভস্থ সন্তানকে বাঁচাতে সক্ষম হয়েছেন। গাজার জরুরি বিভাগের মুখপাত্র আশরাফ আল -কুদরা জানিয়েছেন, শুক্রবার মধ্য গাজার দেইর আল -বালাহ শহরের একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি গর্ভবতী নারী নিহত হন। তবে চিকিৎসকরা তার গর্ভস্থ সন্তানের জীবন রক্ষা করতে পেরেছেন।
মানবতার শত্রু ইসরাইল শুধু গতকাল একদিনে ১০০ জনের বেশি নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করে। এদের মধ্যে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরাইলের পাশবিক হামলায় অন্তত ১৬ জন নারী ও শিশু শহীদ হয়।
এদিকে গত ১৮ দিনে ইসরাইলের অন্তত ৬০ সেনাকে হত্যা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। অবশ্য তেল আবিব তার ৩২ সেনা ও তিন বেসামরিক নাগরিকের নিহত হওয়ার কথা স্বীকার করেছে।