ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ
গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার সন্ধায় নিউইয়র্কের রাস্তায় হাজার হাজার লোক বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি শীঘ্রই এই আগ্রাসন বন্ধ করতে হবে। তাছাড়া দেশটিতে আমেরিকার সাহার্য বন্ধ করে দেওয়ার দাবি জানান তারা। প্রায় ৩ হাজার বিক্ষোভকারী নিউইয়র্কের লোয়ার ম্যানহাটানের টেইমস স্কয়ারে কাছে জড়ো হন।
৩৭ বছর বয়সি ফিলিস্তিনি-আমেরিকান রামসে জামাল নামে একজন বিক্ষোভকারী বলেন ‘আমরা গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন ও হত্যার অবসান চাই। আমরা শুধু চাই তারা মানুষের মতো করে বেঁচে থাকুক’।
তার কাধে চড়ে ছিল মোজেস নামের ৮ বছরের একটা ছেলে। তার হাতে একটা প্ল্যাকার্ড ধরা ছিল যাতে লেখা ‘ ইসরাইল, আমি একটা ছোট শিশু। দয়া করে আমাকে হত্যা করো না’।
রায়া কার্জন নামে ২১ বছর বয়সি ফিলিস্তিনি আমেরিকান কানেকটিকাটের মিলফোর্ড থেকে চলে এসেছেন বিক্ষোভ মিছিলে যোগ দিতে। তিনি একটি ফিলিস্তিনি পতাকা শালের মতো করে গায়ে জড়িয়েছেন।
তিনি তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, ‘আমরা গাজার মুক্তির জন্য বিক্ষোভ করছি। যদিও আমি ফিলিস্তিনে থাকি না কিন্তু ফিলিস্তিন আমার মধ্যে রয়ে গেছে’।