শতাধিক ইসরাইলি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক ছিন্ন তুরস্কের
ইসরাইলের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সব ধরণের সম্পর্ক শেষ করার ঘোষণা দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলো। গত তিন দিনেই তুরস্কের ১১১টি বিশ্ববিদ্যালয় ইসরাইলি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক শেষ করার ঘোষণা দিয়েছে। এই সংখ্যা দিনদিনই বাড়ছে।
প্রথমে তুরস্কের ৮৭টি বিশ্ববিদ্যালয়ের রেক্টররা রবিবার ঘোষণা করেন যে গাজায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা না করলে তারা ইসরাইলি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে একাডেমিক, সাংস্কৃতিক এবং সামাজিক সম্পর্কে চ্ছিন্ন করবেন।
রেক্টরদের এক বিবৃতিতে বলা হয়, ‘গাজায় মানবতার বড় ট্রাজেডি ঘটছে। পুরো বিশ্ব কানা ও বোবা হয়ে হয়ে আছে, কোনো প্রতিক্রিয়া নেই। ইসরাইলি সরকার শিশুদেরকে নির্মমভাবে বন্দুকের সামনে নিক্ষেপ করছে।’
‘পবিত্র রমজান মাসেও লোকজনকে বোমার আঘাতে অশ্রু, দুর্ভোগ ও কষ্ট নিয়ে ইতফার করতে হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে সবাই এই নির্মমতার ব্যাপারে চোখ বন্ধ করে আছে।’
এদিকে গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরাইলি পণ্য ও ইহুদিবাদী রাষ্ট্রটির সাথে যুক্ত দেশের পণ্য বর্জনের হিড়িক পড়েছে তুরস্কের শহরগুলোতে।
সামাজিক গণমাধ্যমে ইসরাইলি পণ্য এবং ইসরাইলের সাথে যুক্ত দেশগুলোর তালিকা প্রকাশ করা হচ্ছে।
ইসরাইলকে সমর্থন করার কারণে যুক্তরাষ্ট্রের কোকা কোলার পানীয় বর্জনেরও আহ্বান জানানো হচ্ছে।
ইস্তাম্বুলে গাঙ্গুরেন জেলার মেয়র সাকির ইয়াসেল কারামান বলেন, কোকা কোলা ও অন্যান্য যেসব কোম্পানি জায়নবাদী ইসরাইলের সম্প্রসারণে কাজ করে তাদের সহায়তা করা আমাদের ঠিক হবে না।