কোকাকোলার বাজারে ধস

Cocacolaগাজায় চলমান ইসরাইলি সামরিক অভিযানের কারণে তুরস্ক ও ভারতে কোকাকোলার বাজারে বড় ধরনের ধস নেমেছে। কয়েকটি সংবাদ সংস্থার বরাতে এটি জানা গেছে।
সামজিক যোগাযোগ মাধ্যমে ইসরাইলি পণ্যের বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযান চলছে, নরওয়ের এক মহিলা এমপি ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন কিছু দিন আগে।
তুরস্কের বিক্ষোভকারীদের চরম বিরোধিতার মুখে ইসরাইল তাদের দূতাবাসের কর্মচারীদেরকে তুরস্ক থেকে সরিয়ে নিয়েছে। বিশ্বজুড়ে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদি মানুষ ক্ষেপেছে।
যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের মতো কয়েকটি দেশের মদদেই ইসরাইল এ সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা আটশ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে প্রায় পাঁচ হাজার। নিহত ও আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক যার মধ্যে শিশু, প্রতিবন্ধী ও নারী রয়েছে।
সামজিক যোগাযোগ মাধ্যমে কোকা কোলা, পেপসিসহ বিভিন্ন পানীয় ও ইসরাইলি পণ্যের বিরুদ্ধে প্রচারণা এবং বয়কটের আহ্বানে সাড়া দিয়েছে অনেক মানুষ। আর এ কারণে কোকা কোলার বাজারে ধস।
১৯৬০ এর পর থেকে ইসরাইলে কোকা কোলার একটি বোতল তৈরি করার প্ল্যান্ট আছে। পেপসিও একই ভাগ্য বরণ করছে। অনেক রেস্টুরেন্ট ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের শেলফ থেকে কোকা কোলা সরিয়ে ফেলেছে।
ভারতের মুম্বাইয়ে মুসলিমরা কয়েকটি পণ্যকে বয়কট করার আহ্বান জানিয়েছে। এর মধ্যে আছে পেপসিকো, ক্রাফট ফুডস গ্রুপ, নেসলে প্রোডাক্টস ও কোকাকোলা।
তুরস্কের প্রধান দৈনিক হুররিয়াত জানায়, তুরস্কের তেকিরদাগ প্রদেশের গভর্নর একটি প্রোগ্রামে কোকা কোলাকে বর্জন করছেন। কোকা কোলার বদলে টেবিলে ফানটা সরবরাহ করা হয়।
স্থানীয় পত্রিকা তেকিরদাগ তারাফ দাবি করে, তেকিরদাগের গভর্নর ইফতার করার সময় কোকা কোলা পান করতে অস্বীকৃতি জানান। মুসলমানদের এই পবিত্র রমজান মাসে অতিথিদেরকে ইফতারের সময় কোকা কোলার বদলে ফানটা সরবরাহ করতে বলেন। সূত্র: হারেজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button