খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দু’টির সাক্ষ্যগ্রহণের তারিখ ফের পিছিয়েছে। পরবর্তী তারিখে খালেদা জিয়াকে আদালতে হাজির হতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন আসামিপক্ষ।
এদিন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়ার আইনজীবীরা মামলা দু’টির বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করায় সুপ্রিমকোর্টে রিট বিচারাধীন রয়েছে।
আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী স্যা গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। ওই দিন আসামিপক্ষকে আপিল বিভাগের আদেশ দাখিল, অন্যথায় খালেদাকে আদালতে হাজির হতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন।
খালেদা জিয়ার অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।