যুক্তরাষ্ট্র-ব্রিটেনের বিরুদ্ধে আড়িপাতবে জার্মানি

Spyingআমেরিকা এবং ব্রিটেনের গোয়েন্দা কর্মকর্তাদের ওপর নজরদারি করার ও আড়িপাতার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। ৩৬০ ডিগ্রি ভিউ নামের পরিকল্পনার আওতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জার্মান দৈনিক সুয়েডডিউতশে জেইতুং জানিয়েছে।
চীন, রাশিয়াসহ আগে বৈরী হিসেব বিবেচিত কয়েকটি দেশের ওপর নজরদারি করার এবং আড়িপাতার বদলে এবার মিত্রদের ওপর নজর রাখার এ সিদ্ধান্ত নেয় বার্লিন।
এ খবরে আরও বলা হয়েছে, আঞ্জেলা মার্কেলের চিফ অব স্টাফ পিটার আলটিমার এ পরিকল্পনা বাস্তবায়নের অনুমোদন দিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র এবং পররাষ্টমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর এ অনুমোদন দেয়া হয় বলে দৈনিকটি জানিয়েছে।
দৈনিকটির খবরে বলা হয়েছে, ৩৬০ ডিগ্রি ভিউর আওতায় জার্মানিতে তৎপর মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের ওপর নজর রাখার ও আড়িপাতার ক্ষমতা বার্লিনকে দেয়া হয়েছে। মার্কিন সরকারের সঙ্গে সংঘাতের আশংকায় জার্মান সরকার এ কর্মসূচি বাস্তবায়নে বিলম্ব করছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button