স্পেনে বেকারত্ব দীর্ঘায়িত হচ্ছে
আগামি পাঁচ বছর ইউরোপের চুতূর্থ বৃহত্তম অর্থনীতির দেশ স্পেনে বেকারত্বের হার ২৫ শতাংশের বেশি থাকবে বলে ভবিষ্যতবাণী করেছে আন্তর্জাতিক দাতা তহবিল- আইএমএফ। ইউরোপজুড়ে আর্থিক মন্দার প্রভাবে স্পেনে এই দুর্দশা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
স্পেনের অর্থনীতির ওপর বার্ষিক জরিপ পরিচালনার পর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আইএমএফ। এতে বলা হয়, খুব ধীর গতিতে স্পেনে বেকারত্ব কমলেও ২০১৮ সাল নাগাদ দেশটিতে ২৫ শতাংশ বেকারত্ব থাকবে।
প্রতিবেদনে কর্মসংস্থান তৈরিতে দেশটির সরকারের প্রতি জোর দেয় আইএমএফ। এতে আরো বলা হয়, স্পেনের অর্থনীতি এখন ‘কঠিন’ পরিস্থিতির মুখোমুখি ও ঝুঁকিপূর্ণ।
গত ২৫ জুলাই স্পেনের জাতীয় জরিপ সংস্থা জানায় যে, দেশটিতে চলতি বছরের দ্বিতীয় চতুর্থাংশে বেকারত্ব ২৭ শতাংশে ঠেকেছে। অর্থাত মন্দাগ্রস্থ স্পেনে বর্তমানে প্রায় ৬০ লাখ বেকার মানুষ রয়েছে।
এ পরিস্থিতি মোকাবেলায় দেশটির সরকারকে কর্মসংস্থান বাড়ানোর জন্য ওই প্রতিবেদনে বিভিন্ন পরামর্শ দিয়েছে আইএমএফ।