সিলেট-৩ আসনে বিএনপি’র প্রার্থী হতে চান মুহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই

প্রখ্যাত মানবাধিকার সংগঠক মুহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ একাংশ) আসন থেকে আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন। বর্ণবৈষম্য দূরীকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক মেম্বার অব দ্যা অর্ডার অব দ্যা বৃটিশ অ্যাম্পায়ার (এমবিই) খেতাব প্রাপ্ত মুহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন। বৃটেনের ঐতিহ্যবাহী প্রাচীন সিটি বার্মিংহাম সিটি কাউন্সিলের সদ্য সাবেক প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মরহুম আবদুল আজিজের কনিষ্ঠ পুত্র। দক্ষিণ এশিয়ার খ্যাতিমান নাক-কান-গলা (ইএনটি) রোগ বিশেষজ্ঞ, সার্ক ইএনটি-র সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম আলাউদ্দিন ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের এবং সিলেট বারের সিনিয়র আইনজীবী আক্তার উদ্দিন আহমেদের ছোট ভাই। সুদীর্ঘ ২২ বছর বার্মিংহাম সিটি কাউন্সিলে কমিউনিটি ডেভেলপমেন্ট- এর বিভিন্ন বিষয়ে কাজ করে সর্বশেষ প্রিন্সিপাল অফিসার হিসেবে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেন এবং বর্ণবৈষম্য দূরীকরণে বৃটেনের রানীর দেয়া সম্মানসূচক খেতাব এমবিই পাওয়ার গৌরব অর্জন করেন। ৫১ বছর বয়সী ফয়েজ উদ্দিন এমবিই ছিলেন একমাত্র বাংলাদেশী যিনি সুদীর্ঘ সময় বার্মিংহাম সিটি কাউন্সিলে কাজ করেছেন এবং উচ্চ পর্যায়ের পদে আসীন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের ঘনিষ্ঠ ও পারিবারিক চিকিৎসক মরহুম প্রফেসর ডা. এম আলাউদ্দিনের ছোই ভাই হওয়ার সুবাদে ফয়েজ উদ্দিন এমবিই সিলেট-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাচ্ছেন বলে ধারণা করছেন তার ঘনিষ্ঠজনরা। বৃটেনের রানী কর্তৃক এমবিই খেতাবে ভূষিত হওয়ার পর মুহাম্মদ ফয়েজ উদ্দিন একাধিকবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মহলকে অবহিত করতে মুহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই  ইউরোপীয়ান ইউনিয়নসহ বিভিন্ন দেশের সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button