যুদ্ধবিরতি ভেঙে ইসরাইলি হামলা
জাতিসঙ্ঘের অনুরোধে গাজায় ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হলেও কয়েক ঘণ্টা পর আবারো হামলা চালিয়েছে ইসরাইল। তবে এ জন্য হামাসকে দায়ী করে রকেট হামলার অজুহাত সামনে এনেছে তারা। রোববার বেলা ১টায় ইসরাইল হামলা চালায় বলে বিবিসি খবর প্রচার করেছে। খবরে বলা হয় হামাস ইসরাইলি বাহিনীর ওপর রকেট হামলা করায় তার জবাবে ইসরাইল এ হামলা পরিচালনা করছে।
এর আগে শনিবার জাতিসঙ্ঘের অনুরোধে ফিলিস্তিনের গাজায় ২৪ ঘণ্টার সাময়িক যুদ্ধ বিরতিতে সম্মতি জানিয়েছে ইসরাইল। জাতিসঙ্ঘের সিনিয়র অফিসিয়ালের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ সময়ে ফিলিস্তিন সৈন্যরা যদি শর্ত লঙ্ঘন করে তাহলে ফের হামলা শুরু হবে বলে হুঁশিয়ারি জানিয়েছে ইসরাইল। গাজা সমস্যা নিয়ে শনিবার মধ্যরাত পর্যন্ত ক্যাবিনেট বৈঠক শেষে এ খবর জানানো হয়। এ দিকে গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে বলে জানিয়েছে হামাস।
তেলআবিব আগেই সতর্ক করে বলেছিল, হামাস অস্ত্রবিরতি লঙ্ঘন করলে তাদের সেনাবাহিনী গাজায় ফের হামলা শুরু করবে। হামাসও জানিয়েছিল, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফিরতে দেয়া না হলে তারা যুদ্ধবিরতি গ্রহণ করবে না।
গত ১৯ দিনে গাজায় ইসরাইলের প্রায় একতরফা বর্বর হামলায় এক হাজার ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়। এ ছাড়া হামাসের ছোড়া রকেট হামলায় ইসরাইলে ৪৬ জন নিহত হয়েছে, যার মধ্যে ৪২ জন সৈন্য। তবে হামাস বলেছে, তাদের হামলায় ৯০ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।