হামাসকে ধ্বংস করা হলে পরিস্থিতি ভয়াবহ হবে : পেন্টাগন
গাজার প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরা গোয়েন্দা সংস্থা পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফিন। শনিবার কলোরাডোর অ্যাসপেন সিকিউরিটি ফোরামে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পেন্টাগন প্রধান বলেছেন, হামাসকে ধ্বংস করা হলে, এর জায়গায় যারা আসবে তারা আরো ভয়ঙ্কর হবে। এ জন্য গাজায় হামলা বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, হামাস টানেল তৈরিতে পারদর্শী। এর মাধ্যমে তারা কৌশলে ইসরাইলের ওপর হামলা চালাবে। কিন্তু এরপরও হামাসকে ধ্বংস করা কোনো সমাধান নয় বলে ইসরাইলকে পরামর্শ দিয়ে তিনি বলেন, যদি হামাসকে ধ্বংস অথবা নিশ্চিহ্ন করা হয়, তাহলে এর সমাপ্তি ভয়াবহ হবে। আর এ অঞ্চলের সমস্যা হবে আরো ভয়াবহ। তখন এখানে আইএসআইএস-এর মতো কারো উদ্ভব হবে। আইএসআইএস গত মাসে ইরাক ও সিরিয়ার বিরাট এলাকা দখল করে ‘ইসলামিক খেলাফত’ রাষ্ট্র ঘোষণা করেছে।
উল্লেখ্য, গাজা উপত্যকায় গাদাগাদি করে ১৮ লাখ মানুষ বসবাস করে। সেখানে দরিদ্র ও বেকারের সংখ্যা প্রায় ৪০ শতাংশ। গাজাবাসী আশা করছে, এ যুদ্ধের মাধ্যমে তাদের ওপর থেকে মিসর ও ইসরাইলের অবরোধের পরিসমাপ্তি হবে।