ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সমপ্রতি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি সারাবিশ্বের মুসলিমদের ঈদ উদযাপনে আমার সর্বোচ্চ শুভেচ্ছা পাঠাতে চাই।
রমজান মাসের গুরুত্ব নিয়ে তিনি বলেন, এ রমজানে ব্রিটিশ মুসলিমরা দেখিয়েছেন প্রকৃত ইসলাম আসলে কী।
আমরা দেখেছি, পবিত্র এ মাসে কীভাবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। মুসলিমরা পানাহার থেকে বিরত ও ইবাদতের মাধ্যমে নিজেকে সমর্পণ করেছেন তার সৃষ্টিকর্তার কাছে, যোগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এটা বেশ চমৎকার! অসংখ্য ব্রিটিশ মুসলিমের সাথে অন্যান্য বিশ্বাসীরাও বিশেষ দিন হিসেবে এটি পালন করবেন। আবারও ঈদ মুবারক, বলে শেষ করেন তিনি।