তিন দশক পর প্রথম নারী পাইলট পাচ্ছে আফগানিস্তান

Nilofar Rahmaniতিন দশকেরও বেশি সময় পর আফগানিস্তানের বিমান বাহিনীতে প্রথম নারী পাইলট আসছেন। এরই মধ্যে প্রশিক্ষণ নিয়ে উড্ডয়নের সনদ পেয়েছেন তিনি। বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট নীলুফার রহমানি আন্ডারগ্রাজুয়েট পাইলট ট্রেনিং শেষে গত ১৪ মে উড্ডয়নের সনদ লাভ করেন। তবে বিমান চালনার জন্য আরও প্রশিক্ষণ নিতে হবে তাকে।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রশিক্ষকদের কাছে হেলিকপ্টার চালনার ওপর প্রশিক্ষণ নেন ২১ বছর বয়সী নীলুফার।
উড্ডয়নের সনদ পাওয়ার পর ওয়াশিংটন টাইমসে দেয়া এক সাক্ষাত্কারে নীলুফার বলেন, ‘প্রথমত, এটা আমার লক্ষ্য ছিল। দ্বিতীয়ত, আমি দেখাতে চেয়েছিলাম আফগানিস্তানেরও নারী পাইলট থাকতে পারে।’
‘এটা এমন একটা কাজ যা নারীরাও করতে পারে। এটা এমন কোনো কঠিন কাজ নয় যে, শুধু পুরুষই পারবে। নারী-পুরুষ উভয়ই এটা পারবে।’
এ প্রশিক্ষণ নেয়ার জন্য নীলুফারকে প্রথমে এক বছর ইংরেজি শিখতে হয়। এছাড়া বৈমানিক হওয়ার জন্য তাকে সামাজিক অনেক বাধাও পেরিয়ে আসতে হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button