আত্মঘাতী হামলায় আফগান প্রেসিডেন্টের ভাই নিহত
আফগানিস্তানে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাজিন নিহত হয়েছে। কান্দাহারে নিজ বাড়িতে এক সাক্ষাতপ্রার্থী তার পাগড়ির ভেতরে করে বোমা নিয়ে এসেছিলেন। সেটির বিস্ফোরণে তিনি নিহত হন। নিহত হাশমত কারজাই সিংহ পোষার জন্য বিখ্যাত ছিলেন।
বার্তা সংস্থার খবরে বলা হয়, কারজাইয়ের সাথে কোলাকুলির সময় বিস্ফোরণটি ঘটে।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে হাশমত কারজাই ছিলেন প্রেসিডেন্ট প্রার্থী আশরাফ গনির সমর্থক। ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠেছে। আর তাতে হাশমতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে খবর রটে। ২০১১ সালে কারজাইয়ের সৎভাইকে গুলি করে হত্যা করা হয়েছিল।