ফিলিস্তিনে সৌদি আরবের অর্থ সহায়তা
ইসরায়েলের বর্বর হামলায় গুরুতর আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তা প্রদানে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়কে ১০০ মিলিয়ন সৌদী রিয়াল সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন বাদশাহ আব্দুল্লাহ।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী আবেল ফাকিহ জানান, ইসরায়েলির বর্বরতার শিকার ফিলিস্তিনিদের ওষুধ কেনা ও চিকিৎসা বাবদ এই অর্থ খরচ করা হবে। তিনি জানান, গাজা উপত্যকায় ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটিতে ২০ কোটি সৌদী রিয়েল সহায়তা পাঠানোর দুই সপ্তাহ পর এই অর্থ সাহায্য প্রদানের ঘোষণা আসলো।