ফুটবল মাঠেও এরদোগানের হ্যাট-ট্রিক
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েব এরদোগান একটি প্রীতি ফুটবল ম্যাচে হ্যাট-ট্রিক করেছেন, আর সেই তিন গোলের ভিডিও ইন্টারনেটে দাবানলের মত ছড়িয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী এরদোগান, যিনি এক সময়ে তুর্কী ক্লাব কাসিমপাশার একজন প্রতিভাবান ফুটবলার ছিলেন, শনিবার ইস্তাম্বুলে একটি নতুন ফুটবল স্টেডিয়াম উদ্বোধনকালে একটি প্রীতি ম্যাচে তিনটি গোল করেন।
একটি উজ্জ্বল কমলা রংয়ের জার্সি পরে এরদোগান বিশাল সংখ্যক দর্শকের সামনে কিছু দুর্বল ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে তিনটি গোল করেন।
খেলার শুরুতেই ৬০ বছর বয়স্ক এরদোগান একটি গোল করেন। এরপর ১৫ মিনিটের মধ্যে আরো দুটি গোল করেন। শেষ পর্যন্ত প্রতিপক্ষ ০-৩ গোলে পরাজিত হয়।
খেলা শেষে এরদোগাকে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়। এ সময় একজন ভক্তের একটি প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘আপনি যতদিন বেঁচে থাকবেন তুরস্ক ততদিনই চ্যাম্পিয়ন থাকবে।’ এক দশকেরও বেশি সময় ধরে তুরস্কের প্রধানমন্ত্রী পদে থাকা এরদোগান আগামী ১০ আগস্টের নির্বাচনে রাষ্ট্রপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।