অসহায় ফিলিস্তিনিদের জন্য খালেদার অনুদান
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সহমর্মিতা জানাতে ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার বিকেলে ফিলিস্তিন দূতাবাসে পৌঁছলে তাকে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শায়ের মোহাম্মদ স্বাগত জানান।
খালেদা জিয়া রাষ্ট্রদূতের কাছে গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এছাড়া ফিলিস্তিনের প্রতি অব্যাহত সমর্থন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে লেখা চিঠিও রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী।
সোমবার গাজায় ইসরাইলি আগ্রাসনের ২০তম দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০ জনে। ঈদের দিন চার বছরের এক শিশুসহ চারজনকে হত্যা করেছে বর্ণবাদী ইহুদী সেনাবাহিনী। হতাহতদের ৮০ ভাগই সাধারণ ফিলিস্তিনি।