ঈদের দিন সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু
ঈদের দিন পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নোয়াখালী, ভোলা ও নারায়ণগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের বারকোট এলাকায় দুর্ঘটনায় পড়লে ছয় জনের মৃত্যু হয়। ভোলার চরফ্যাশনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিন জনের মৃত্যু হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় একটি প্রাইভেট কার দুর্ঘটনায় মারা যান চার জন। নোয়াখালীর পুলিশ সুপার জানান, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেসের বাসটি লক্ষ্মীপুরের রামগঞ্জ যাচ্ছিল। সোনাইমুড়ির বারকোট চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম থেকে চরফ্যাশনে আসার পথে ভোলা ট্রান্সপোর্টের একটি গাড়ি ভোর সাড়ে ৬টার দিকে দুর্ঘটনায় পড়ে। কর্তারহাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এদিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার দিকে যাওয়ার পথে কালো রঙের একটি প্রাইভেট কার জালকুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা তিনজনের মৃত্যু হয়।