নিহতের সংখ্যা দাঁড়ালো ১১১৯
রাতভর গাজায় ভয়াবহ গণহত্যা
রাতভর গাজায় ভয়াবহতম গণহত্যা চালিয়েছে ইসরাইল। পুরো গাজা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। গত রাত ছিল বিগত তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে মর্মান্তিক। গাজার প্রধান মসজিদ, টিভি ষ্টেশান, হাসপাতাল , বন্দর সব কিছু মিশিয়ে দিয়েছে ইসরাইল। গাজায় অবস্থানরত সাংবাদিকরা জানিয়েছে এমন গণহত্যা আগে তারা কখনেই দেখেনি।
পুরো গাজা এখন জ্বলছে। টাইম ম্যাগাজিনের সাংবাদিক এন্ডও কাটস গত্যাযজ্ঞ দেখে লিখেছেন, আমরা সম্ভবত মানবতাকেই হারাতে বসেছি।
আল জাজিরা জানিয়েছে, গতরাতে কি পরিমাণ গণ হত্যা হয়েছে তার পুরো চিত্র পেতে আরো কিছু সময় লাগবে।
তবে কোন কোন গণমাধ্যম জানিয়েছে বিমান, নৌ ও স্থলপথে টানা হামলায় মঙ্গলবার ভোর নাগাদ উপত্যকায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।
সেইসঙ্গে গত ২২ দিনের যুদ্ধে এ ‘মৃত্যু উপত্যকায়’ নিহতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১১৯ জনে। অপরপক্ষে ৫৩ ইসরায়েলি সেনাসহ ৬০ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদক এমিলি থমাস জানান, ঈদের জন্য হামাসের সঙ্গে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর পরই তিন দিক থেকে হামলা শুরু করে ইসরায়েল।
হামাস নেতাদের আবাস ও কার্যালয় এবং টিভি স্টেশন লক্ষ্য করে অন্তত ৬০টি বিমান হামলা চালানো হয়েছে। এতে ৬০ জনের মৃত্যু হয়েছে বলে গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ফিলিস্তিন নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাতভর হামলায় অন্তত ৫৫টি বাড়ি ধ্বংস হয়েছে। এছাড়াও দুটি স্কুল, তিনটি মসজিদ ও চারটি কারখানা হামলার শিকার হয়েছে।
অপরদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েল লক্ষ্য করে ১৪টি ক্ষেপনাস্ত্র ছোড়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘমেয়াদী যুদ্ধের হুমকির পর সবচেয়ে ভয়াবহ রাত পার করেছে গাজাবাসী।