পোল্যান্ডে ১৩০০ সেনা পাঠাবে ব্রিটেন
পূর্ব ইউরোপীয় দেশ পোল্যান্ডে তেরশ’র বেশি সেনা পাঠানো ঘোষণা দিয়েছে ব্রিটেন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন ওয়ারশ সফরকালে এই ঘোষণা দেন। ২০০৮ সালের পর ইউরোপে আর এত সেনা মোতায়েন করে নি ব্রিটেন। ক্রিমিয়াকে অন্তর্ভুক্ত করা এবং পূর্ব ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য এ সব সেনা পাঠানো হবে। একই সঙ্গে সাড়ে তিনশ’ সাঁজোয়া যানসহ অন্যান্য গাড়িও পাঠানো হবে। অক্টোবরে পোল্যান্ডে অনুষ্ঠেয় ‘এক্সারসাইজ ব্ল্যাক ঈগল’ নামের মহড়ায় এ সব সেনা অংশ নেবে।
এদিকে, ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী এরইমধ্যে ন্যাটোর বাল্টিক এয়ার পুলিসিং মিশনের জন্য কয়েকটি টাইফুন জঙ্গি বিমান পাঠিয়েছে।
ন্যাটোর ইউরোপীয় কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলাভ যখন রাশিয়ার বিরুদ্ধে দ্রুত হাজার হাজার সেনা মোতায়েনের জন্য পোল্যান্ডে অস্ত্র ও রসদের মজুদ গড়ার পরিকল্পনা করছেন তখন সেনা পাঠানোর এ ঘোষণা দিল ব্রিটেন। অবশ্য ন্যাটো জোট এরইমধ্যে বাল্টিক সাগর ও কৃষ্ণ সাগরে উপস্থিতি জোরদার করেছে এবং পূর্ব ইউরোপে বাড়তি সামরিক বিমান মোতায়েন করেছে।