৪০ লাখ ডলারের শিক্ষক!
একজন শিক্ষক মাসে কতইবা আয় করেন? বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রোজগার খানিকটা বেশি হলেও স্কুল-কলেজের শিক্ষকরা নিতান্তই সহজ-সরল জীবনযাপন করেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার কিম কি হুনের কথা আলাদা। তার আয় বছরে ৪০ লাখ ডলারেরও বেশি। ভাবছেন একজন শিক্ষক কীভাবে এত রোজগার করেন। তাহলে তিনি কি অসদুপায় অবলম্বন করেন? মোটেই তা নয়। ছাত্র পড়িয়েই এই রোজগার করেন কিম। তবে কিমের পড়ানোর ধরন আলাদা। ইন্টারনেটে লেকচার বিক্রি করে তিনি এই রোজগারটা করেন। কোরিয়ায় তাকে বলা হয় ‘রক স্টার শিক্ষক’। কোরিয়ার একজন শিক্ষক সাদামাটা জীবনযাপন করেন। কিন্তু কিমের আয়- রোজগার ভালো হওয়ায় তিনি রীতিমত বিলাসী জীবন কাটাচ্ছেন। ২০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত কিম। এ কাজে তার দক্ষতাও অন্য শিক্ষকদের তুলনায় বেশি। কিম প্রতি সপ্তাহে ৬০ ঘণ্টা ইংরেজিতে লেকচার দেন। তার লেকচারগুলো ভিডিও করে ইন্টারনেটে বিক্রি করা হয়। তার কাছে শিক্ষা অনেকটা পণ্যের মতোই। কিম গোটা সপ্তাহের বেশিরভাগ সময়ই তার লেকচার উন্নয়নে ব্যয় করে থাকেন। এ সম্পর্কে কিম বলেন, ‘আমি যত পরিশ্রম করব, ততটাই উন্নয়ন করতে পারব।’ মাত্র ৬০ বছর আগেও দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ নাগরিকই ছিলেন অশিক্ষিত। অথচ গত ১৫ বছর ধরে শিক্ষার হারে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে দ. কোরিয়া। সাংহাইয়ের পরই এর অবস্থান। দেশটিতে বর্তমানে উচ্চশিক্ষায় শিক্ষিতের হার ৯৩ শতাংশ। অপরদিকে যুক্তরাষ্ট্রে ৭৭ শতাংশ।