গাজার বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল
গাজায় মঙ্গলবার ইসরাইল এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। তারা গাজায় হামাসের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রতীক বিদ্যুৎ কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়েছে। মঙ্গলবার বেশ কয়েকজন নিহত হয়েছে।
চার সপ্তাহ ধরে চলা ইসরাইলি হামলায় গাজাকে প্রায় প্রস্তর যুগে নিয়ে গেছে ইসরাইল। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ প্রলম্বিত করার হুঙ্কার দেয়ার পর ব্যাপক হামলা শুরু হলো।
ইসরাইলি জঙ্গিবিমানগুলো অসংখ্যবার হামলায় অংশ নেয়। বিদ্যুৎকেন্দ্র, তেলের ডিপো, সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার বাড়ি, আল আকসা টিভি কেন্দ্র, আল আকসা রেডিও, কেন্দ্রীয় মসজিদ, সরকারি অফিস এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
গাজার বিদ্যুৎ বিতরণ কোম্পানির মুখাপাত্র জামাল দারদাসাবি বলেন, ইসরাইলের দুটি ট্যাঙ্ক গোলা তিনটি জ্বালানি ট্যাঙ্কেও একটিকে আঘাত হানার পরই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়েছিল। এই হামলার পর বিশাল এলাকাজুড়ে আগুন দেখা যায়। তিনি বলেন, ১৫ জন কর্মী কেন্দ্রের ভেতরে আটকা পড়ে আছে। হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিদ্যুৎ কেন্দ্রটি মেরামত করতে কয়েক মাস সময় লাগবে।