ঈদ শুভেচ্ছা জানিয়ে তুলোধুনো ওবামা

এক টুইটে মুসলমানদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে উল্টো ফলোয়ারদের মন্তব্যে তুলোধুনো হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইটে ওবামা যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর ঈদের শুভেচ্ছা জানান। এর আগে এক বিবৃতিতেও তিনি মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা জানান।
আমেরিকার প্রেসিডেন্ট সোমবার যখন এই ঈদের শুভেচ্ছা জানান, তখন গাজায় ১০ শিশুসহ ২০ ফিলিস্তিনি ইসরাইলি নির্বিচার বিমান হামলায় নিহত হন। নিহত শিশুরা একটি পার্কে ঈদ আনন্দ করছিল।
বিবৃতিতে ওবামা বলেন, ‘দেশে এবং বিদেশে সকল বিশ্বাসের মানুষের অধিকার ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমরা পাশে থাকবো এবং তাদের নিজেদের সম্প্রদায়ের প্রতি দায়িত্বপালনে সহায়তা করবো।’
ওবামার টুইটে হাসনাইন বুখারি নামে একজন মন্তব্য করেন, ‘তবে এটা গাজার কারো জন্য নয়, তারা বোমা হামলা সামলাতেই খুব ব্যস্ত।’
লন্ডনে পিএইচডি গবেষক সেমরা আকাই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গাজাবাসীকে শুভেচ্ছা জানালেন? আপনি যে কতোটা ভণ্ড হতে পারেন!’
জেনেট ওয়েইল নামে একজন মন্তব্য করেন, ‘ওবামা প্রশাসনের প্রতারণা। ইসরাইলের গণহত্যার আত্মরক্ষার প্রতি সমর্থন আর আক্রান্ত গাজা, বিস্ময়ের যেন শেষ নেই।’
এর আগে হোয়াইট হাউসে ইফতারে আমন্ত্রিত মুসলিম অতিথিদেরও অপমান করেন বারাক ওবামা। গাজায় যখন ইসরাইলের বর্বরতা চলছিল, তখন ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে বলে ওই ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন কয়েকজন ইহুদি ও তাদের সমর্থক।
সেখানে আমন্ত্রিতদের একজন তারিক তাকেশ প্রতিক্রিয়ায় লিখেছিলেন, ‘প্রেসিডেন্ট ওবামা আমন্ত্রিত মুসলিমদের মুখে প্রতীকী চড় বসিয়েছিলেন। তা কেবল একটি চড়ই নয়, দুটি।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button