সৌদি আরবে বন্যায় আটজনের প্রাণহানি
সৌদি আরবের পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় শিশুসহ কমপক্ষে আটজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন কয়েকজন নাগরিক। তাদের উদ্ধারের জন্য অভিযান চলানো হচ্ছে বলে জানিয়েছেন সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
গালফ নিউজের খবরে বলা হয়, বৃহস্পতি ও শুক্রবার প্রবল বৃষ্টিতে সরকারি ও বেসরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পর সিভিল ডিফেন্সের কর্মকর্তারা সতর্কতা জারি করেছিলেন। যাতে মানুষকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা নিশ্চিত না হলে গ্রামে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছিল।
খবরে বলা হয়, আকস্মিক বন্যার স্রোতে বিপাকে পড়েন গাড়িতে থাকা যাত্রীরা। বন্যা তাদের গাড়িকে ভাসিয়ে নিয়ে যায় বহুদূর। কেউবা গাড়ির ভেতরে পানিবন্দি হয়ে প্রাণ হারিয়েছেন।
সৌদি আরব মরু অঞ্চল হওয়ায় সেখানকার লোকেরা সাঁতার জানেন না। ফলে সামান্য বন্যাতেও প্রাণহানির মতো ঘটনা ঘটে থাকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।