কুয়েতে নতুন মন্ত্রিসভা গঠিত : ফের প্রধানমন্ত্রী হলেন শেখ জাবের

কুয়েতে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে এবং দেশটির প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মোবারক আস-সাবাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দেশটির আমির সাবাহ আল-আহমেদ আজ-জাবের আস-সাবার ফরমানের পরিপ্রেক্ষিতে এই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়।
সাধারণ নির্বাচনের পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই কুয়েতের সাবেক সরকার দেশটির আমিরের কাছে ইস্তফা দেয়।
গতকাল জারি করা আমিরের ফরমানে মুস্তাফা আশ-শামালিকে তেলমন্ত্রী হিসেবে নিয়োগ নিশ্চিত করা হয়েছে। সংসদের চাপের মুখে সাবেক তেলমন্ত্রী হানি হোসাইন সরে যেতে বাধ্য হওয়ার পর গত মে মাস থেকে কুয়েতের তেলমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন মুস্তফা আশ-শামালি। এছাড়া অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সালেম আবদেল আজিজ আস-সাবাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ খালেদ আল-হামাদ আস-সাবাকে। ২০০৬ সালের পর থেকে কুয়েতে প্রায় ১২টি মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। ১৯৬২ সালের সংবিধান অনুযায়ী কুয়েতের ক্ষমতাসীন পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button