হামাস যুদ্ধে অটল, আজ ৩৫ সহ মোট নিহত ১২৫৪
হামাস এক ওডিও বার্তায় যুদ্ধ চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছে। এদিকে বুধবার সকালে গাজায় ইসরাইলি হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। গত ২৩ দিন ধরে চলা সংঘাতে এই নিয়ে সেখানে মৃতের সংখ্যা সাড়ে ১২শ ছাড়াল।
খবরে বলা হয়, গাজার জাবালিয়ায় শরণার্থী শিবিরের এক জাতিসংঘের স্কুলে ইসরাইলি হামলায় ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৯০ জন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তিন সপ্তাহ ধরে চলা সংঘাতের অবসানে ইসরায়েলের সঙ্গে স্থায়ী অস্ত্রবিরতির সম্ভাবনা নাকচ করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গাজা উপত্যকার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি সংগঠন হামাসের এক কমান্ডার।
হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দিয়েফ এক অডিও বার্তায় বলেন, তার সৈনিকরা ‘শহিদ’ হতে প্রস্তুত।
ফিলিস্তিনে ঈদের পরদিন ইসরায়েলি বিমান হামলায় গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায়। স্থানীয় ওই বিদ্যুৎকেন্দ্র থেকেই গাজাবাসীকে বিদ্যুৎ সরবরাহ করা হতো।