জামায়াতের নিবন্ধন মামলা : হাইকোর্টের রায় স্থগিত আবেদন খারিজ
নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। সোমবার বেলা পৌনে তিনটার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী আপিলটি খারিজ করে দেন। জামায়াতে ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, আমরা আবেদনটি তালিকা থেকে বাদ দেয়ার জন্য আবেদন জানিয়েছিলাম। কারণ চেম্বার আদালতে আমরা আপিল আবেদনটি দায়ের করিনি। এছাড়া আমাদের সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের ছুটির কারণে হাজির হতে পারেননি। তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে বিচারপতি নিজেই আবেদনটি তালিকাভুক্ত করেছেন। তাজুল ইসলাম আরো বলেন, শুনানিতে আমরা আবেদনটি তালিকা থেকে বাদ দিতে অনুরোধ করেছিলাম। এছাড়া অ্যাটর্নি জেনালে মাহবুবে আলম আবেদনটি আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু চেম্বার বিচারপতি অনুরোধ নাকচ করে দিয়ে আপিল আবেদনটি খারিজ করে দিয়েছেন। জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন ও তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার আমীর-উল-ইসলাম। নির্বাচন কমিশন ও বাদি পক্ষের আইনজীবী শুনানিতে বলেন, আবেদনটি ভুলবশত করা হয়েছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ করা হয়নি। হাইকোর্টের রায় প্রকাশের আগে এখন আর কেউ কোনো পদক্ষেপ নিতে পারবে না। রায় প্রকাশের পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারবে, আমরাও তখন ওই রায়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আপিল আবেদন দায়ের করার সময় হাইকোর্টের রায় স্থগিত চাইতে পারব।