টানেল ধ্বংসের আগ পর্যন্ত যুদ্ধ চলবে : নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজা-ইসরাইল সীমান্তে ফিলিস্তিনি যোদ্ধাদের তৈরি টানেল ধ্বংস করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। এ টানেল ধ্বংস না হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যেই আজ বৃহস্পতিবার এমন ঘোষণা এলো ইসরাইলের কাছ থেকে। খবর : আল জাজিরা, বিবিসির।
নেতানিয়াহু বলেন, আমরা ইতিমধ্যেই শত্রুপক্ষের ডজনখানেক টানেল ধ্বংস করেছি। এবং কোনো রকম যুদ্ধবিরতি ছাড়াই টানেল ধ্বংসের এ মিশন শেষ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
গাজায় ইসরাইলি সৈন্যবাহিনীর প্রধান মেজর জেনারেল সামি টার্গম্যান বলেন, কয়েকদিন থেকেই টানেল ধ্বংস করছে আমাদের সৈনিকরা।
এর আগে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে সংরক্ষিত সেনাবাহিনী থেকে ১৬ হাজার ইসরাইলি সেনা তলব করা হয়েছে।