যুক্তরাজ্যের রাস্তায় চালকবিহীন গাড়ি
আগামী বছরের মধ্যে যুক্তরাজ্যের পাবলিক রোডে চালকবিহীন গাড়ি অনুমোদন দিতে যাচ্ছে দেশটির সরকার। বর্তমানে প্রাইভেট রোডেই এসব গাড়ি চলাচল করে থাকে। দেশটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট ২০১৩ সালে অটো-ড্রাইভিং গাড়ি চালুর প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি।
বর্তমানে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডসহ যুক্তরাজ্যের একদল প্রকৌশলী চালকবিহীন গাড়ির ওপর পরীক্ষা চালাচ্ছে। তবে লিগ্যাল ও ইন্সুরেন্স নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।
ইউরোপের অন্যান্য দেশও পাবলিক রোডে চালকবিহীন যান অনুমতির দেওয়ার কথা ভাবছে।