ভারতে তসলিমা নাসরিনের ভিসা খারিজ
তসলিমা নাসরিনের ভারতে থাকার আর্জি খারিজ করে দিল নরেন্দ্র মোদির সরকার। ভারতীয় কেন্দ্রীয় সরকার বাংলাদেশের এই বিতর্কিত লেখিকার রেসিডেন্ট ভিসা খারিজ করে জানিয়েছে তাকে ট্যুরিস্ট ভিসা দেয়া হতে পারে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ভারতের কেন্দ্রীয় সরকারও তার ভিসার আবেদন খারিজ করায় হতাশ ‘লজ্জা’র লেখিকা। ইসলামবিরোধী লেখার অভিযোগে দেশছাড়া লেখিকা আপাতত ঠাঁই খুঁজে পেতে নাকাল। বৃহস্পতিবার তসলিমা ট্যুইট করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তার ট্যুইট, ‘ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলাম। কিন্তু কেন্দ্র নীরব। এরকম আগে কখনো হয়নি।’