গাজায় ইসরাইলি বর্বরতা, বেড়েই চলেছে লাশের মিছিল
ইহুদিবাদী ইসরাইরেল বর্বর গণহত্যায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেড়েই চলেছে লাশের মিছিল। ইহুদিবাদী সেনাদের হাত থেকে যেমন রেহাই পাচ্ছেন না নারী, শিশু এবং বয়স্ক মানুষ; তেমনি রেহাই পাচ্ছে না মসজিদ, স্কুল, আশ্রয়কেন্দ্র। গৃহপালিত পশুপাখি এমনকি কাঁচাবাজারও বাদ যাচ্ছে না ইসরাইলের হামলা থেকে।
ইসরাইলি আগ্রাসনের ২৪তম দিনে এসে গাজায় শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭৪-এ। এছাড়া, আহত হয়েছেন ৭,৭০০ মানুষ। গাজায় ওষুধ সংকটে ভয়াবহ সমস্যার মুখে পড়েছেন ডাক্তাররা। খাবার ও পানির সমস্যাও তীব্র আকার ধারণ করেছে।
ইসরাইলের বিমান হামলা ও ট্যাংকের গোলার আঘাতে এ পর্যন্ত গাজার প্রায় ৫,০০০ বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছেন দু লাখ ৪৫ হাজার ফিলিস্তিনি। এর মধ্যে জাতিসংঘের হিসাব অনুযায়ী দুই লাখ ২০ হাজার মানুষ শরণার্থী শিবিয়ে আশ্রয় নিয়েছে। বাকিরা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে বাস্তবতা হচ্ছে- গাজায় এখন কোনো নিরাপদ জায়গা নেই। এ পর্যন্ত শিশু নিহত হয়েছে প্রায় ৩০০ আর নারী নিহততের সংখ্যা ১৩৫।