‘জনসমক্ষে নারীদের উচ্চস্বরে হাসা উচিত নয়’
তুরস্কের ডেপুটি প্রধানমন্ত্রী বুলেন্ত আরিনক দেশটির স্বনামধন্য এক ফুটবলারের স্ত্রীর কাণ্ডের পর একটি মন্তব্য করে বেশ বিতর্কের মধ্যে পড়েছেন। তিনি বলেছেন, জনসমক্ষে জোরে শব্দ করে হাসা উচিত নয় নারীদের। নৈতিকতার মানের দিক থেকে তুরস্কের দিন দিন অবনতি হচ্ছে বলে তীব্র সমালোচনা করেন তিনি। ক্ষমতাসীন ইসলামপন্থী দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সহ-প্রতিষ্ঠাতা তিনি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এ সপ্তাহের শুরুর দিকে তিনি নারীদের হাসার ব্যাপারে যে মন্তব্য করেছিলেন, তার তীব্র কটাক্ষ করেছে ধর্মনিরপেক্ষ তুর্কিরা। সম্প্রতি টুইটারে নারীরা নিজেদের যে ধরনের হাসির ছবি পোস্ট করছে, তার নিন্দা জানান মন্ত্রী। তুরস্কের নামকরা ফুটবলার কানের এরকিনের স্ত্রীর কাণ্ডে বিব্রত হয়েই এমন মন্তব্য করেন ডেপুটি প্রধানমন্ত্রী। ইনস্টাগ্রামে ওই নারী নিজের পোল ড্যান্সিংয়ের ছবি পোস্ট করেছিলেন। পোস্টটির নিচে ওই খেলোয়াড়ের স্ত্রী লিখেছিলেন, আমি যখন কোন পোল দেখি, তখন নিজেকে আর সামলাতে পারি না। অবশ্য, এরপর তিনি ছবিটি সরিয়ে ফেলেন। তুরস্কের স্বাধীন সংবাদ মাধ্যম আরিনকের নতুন মন্তব্যে বেশ সরব। আরিনক বলেন, তার মন্তব্যগুলো প্রসঙ্গবহির্ভূতভাবে নেয়া হয়েছে এবং তিনি শুধু নৈতিকতার সাধারণ নিয়মের কথাই বোঝাতে চেয়েছিলেন। তিনি বলেন, কোন কোন নারী ছুটিতে তাদের স্বামী ছাড়াই বাইরে চলে যান এবং অন্যরা যাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ নেই, তারা নিজেদের পোলে চড়া থেকে বিরত রাখতে পারেন না। তিনি বলেন, যে কেউ এভাবে জীবনযাপন করতে পারে। সেসব নারীদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের ওপর রাগ করতে পারি না। তবে আপনাদের জন্য আমার শুধু করুণা হয়।