গাজায় নিহত ১,৪৪২ : ৩০ হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস
ফিলিস্তিনের বার্তা সংস্থা মা’আন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় আরো ৮৪ জন নিহত এবং ২৫৮ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ১ হাজার ৪৪২ এবং আহত হয়েছেন ৮ হাজার ২৯৫ জন। গাজার গৃহায়ন মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ দিনের ইসরাইলি আগ্রাসনে গাজার ৪০০ কোটি ডলার বা ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ইসরাইলের বর্বর হামলায় গাজার ৫ হাজার ২৩৮টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এদিকে শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে গাজায় ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি শুরু হয়েছে। সূত্র : দৈনিক হারেৎজ।