ইউরোপে নারী নির্যাতন রোধে নয়া পদক্ষেপ
ইউরোপীয় কাউন্সিল নারী নির্যাতন রোধে নতুন পদক্ষেপ গ্রহণ করছে। নারী নির্যাতন রোধ সম্পর্কিত কাউন্সিলের নতুন সনদ গতকাল শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে।
ইউরোপের ১৩টি দেশ তথাকথিত ‘ইস্তাম্বুল সনদ’ স্বাক্ষর করার পর নারী নির্যাতন রোধে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেছে। যে ১১টি দেশে এ সনদ কার্যকর হয়েছে সেগুলো হলো : তুরস্ক, আলবেনিয়া, ইতালি, মন্টিনিগ্রো, বসনিয়া-হারজেগোভিনা, সার্বিয়া, অস্ট্রিয়া, এন্ডোরা, স্পেন ও ডেনমার্ক। এ ছাড়া ফ্রান্স ও সুইডেন আগামী নভেম্বরে এ সনদে যোগদান করবে। ইউরোপীয় কাউন্সিলের মানবাধিকার বিষয়ক কমিশনার নিলস মুইজনিয়েক্স এক বিবৃতিতে বলেন, ‘ইউরোপে নারী নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনই ব্যাপকভাবে সংঘটিত হচ্ছে।