আবারো বিমানের এমডি পদে ব্রিটিশ নাগরিক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত নাগরিক কাইল হেউড। সম্প্রতি বিমানের পরিচালনা পর্ষদের বৈঠকে তাকে ওই পদে নিয়োগ দেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে হেউড দক্ষিণ আফ্রিকার সাশ্রয়ীভাড়ায় পরিচালিত ফাস্টজেট এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় ২৫ বছর ধরে তিনি ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এয়ার উগান্ডাসহ বিভিন্ন এয়ারলাইন্সে আস্থার সাথে কাজ করেছেন। ফাস্টজেটের আগে হেউড এয়ার উগান্ডার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ ব্রিটিশ নাগরিক কেভিন জন স্টিলকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণের পর দুই বছরের মধ্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণের কথা জানান। কিন্তু গত ১৭ এপ্রিল হঠাৎ করেই তিনি তার ওই পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। সূত্র জানায়, এমডির একগুঁয়েমির কারণে ওই সময়ে বোর্ড সদস্যরা তার কার্যকলাপে চরম অসন্তুষ্ট হয়ে তাকে তুলোধুনো করেছিলেন। তুলোধুনোর একপর্যায়ে তিনি মাথা ঘুরিয়ে পড়ে যান। ঘটনাটি তখন চাপা পড়লেও কয়েক দিনের মধ্যে তা জানাজানি হয়ে যায়। বিমানের এমডির শূন্য পদ পূরণের আগে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া হয় বিমানের যোগ্য ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত ক্যাপ্টেন এ এম মোসাদ্দিক আহমেদকে। পাশাপাশি তিনি পরিচালক কাস্টমার সার্ভিসেরও দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় নতুন এমডি নিয়োগে জন্য বিমান ম্যানেজমেন্ট আন্তর্জাতিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে এভিয়েশন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত দেশী-বিদেশী ৪৬ জন প্রার্থী নিয়োগ পেতে আবেদন ও লবিং শুরু করেন। যাচাই বাছাই শেষে বিমান ম্যানেজমেন্ট তিনজন বিদেশীর নাম চূড়ান্ত করে পরিচালনা পর্ষদে পাঠায়। পরে গত ১৫ ও ২২ জুলাই বিমানের পরিচালনা পর্ষদে তিন বিদেশী আবেদনকারীর সাক্ষাৎকার নেয়া হয়। এমডির দৌড়ে কাইল হেউড ছাড়াও আরো ছিলেন ব্রুনাই বংশোদ্ভূত এক কানাডিয়ান ও একজন ব্রিটিশ নাগরিক। পরে ২২ জুলাই ডাকা বিমানের পরিচালনা পর্ষদের সভায় কাইল হেউডকে নিয়োগ দেয়ার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন শীর্ষ কর্মকর্তা জানান, বিমানে এমডি পদে তিন বিদেশীর মধ্যে কাইল হেউড নামে একজন ব্রিটিশ নাগরিকের নিয়োগপ্রক্রিয়া পরিচালনা পর্ষদ চূড়ান্ত করে ফেলেছেন। তবে নিয়োগ অ্যাগ্রিমেন্ট ও অন্যান্য শর্ত চূড়ান্ত হতে আরো কিছুদিন সময় লাগতে পারে। তিনি আশা করছেন মাস দুয়েকের মধ্যে কাইল হেউড এমডি হিসেবে বিমানে যোগ দেবেন।