হোয়াইট হাউজের সামনে গাজা সমর্থকদের বিক্ষোভ
গাজায় ইসরাইলের অব্যাহত হামলার বিরুদ্ধে হাজার হাজার বিক্ষোভকারী ফিলিস্তিনী পতাকা গায়ে জড়িয়ে শনিবার হোয়াইট হাউজের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা গাজায় হামলা বন্ধের পাশাপাশি শান্তির জন্যও আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের তরুণ থেকে বৃদ্ধ এবং পিতা-মাতার সঙ্গে সন্তানরাও এ বিক্ষোভ সমাবেশে অংশ নেয় এবং ‘ইসরাইলে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করো’ এবং ‘ফিলিস্তিন থেকে ইসরাইল হাত গোটাও’ স্লোগান দেয় ।
আমর জামাল তার পরিবার নিয়ে বিক্ষোভে অংশ নেন। তার ভাষায়, গাজা কখনো ধ্বংস হবে না। কখনই না।
ফিলিস্তিনি বংশোদ্ভূত ৭০ বছর বয়সী জামাল বলেন, শান্তি প্রতিষ্ঠার এখনই সময়। কারণ রক্তপাত গাজাকে ধ্বংস করতে পারবে না। বরং সমস্ত মধ্যপ্রাচ্যই সংকটে পড়বে।
বিক্ষোভে অংশ নেয়া অনেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করে। একজনের ব্যানারে লেখা ছিল- নেতানিয়াহু আর হিটলার একই। কেবল নাম ভিন্ন।
এ ছাড়া বিক্ষোভকারীরা ইসরাইলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। সে থেকে এ পর্যন্ত গাজায় ১ হাজার ৭০০ জনের বেশি বেসামরিক লোক প্রাণ হারায়।