ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র: বলিভিয়ার প্রেসিডেন্ট
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরেলস বলেছেন, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে তিনি ভিসা ছাড়া ইসরাইলি নাগরিকদের তার দেশে প্রবেশের সুবিধাও বাতিল করে দিয়েছেন। গত ৪০ বছর ধরে ইসরাইলি নাগরিকরা এই সুবিধা পেয়ে আসছিল।
বুধবার কোচাকাম্বায় শিক্ষাবিদদের সাথে এক সংলাপে তিনি ভিসা ছাড়াই ইসরাইলি নাগরিকদের তার দেশে প্রবেশের চুক্তি বাতিল করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘ অন্যভাবে বলতে গেলে, আমরা ঘোষণা করছি ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।’
মোরেলস বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসনে প্রমাণ হয়েছে যে মৌলিক মানবাধিকারের কোনো গ্যারান্টি নেই ইসরাইলের কাছে।
জুলাই মাসে মাঝামাঝি তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ইসরাইলের ‘মানবতাবিরোধী অপরাধ’ তদন্তের আহ্বান জানান।
এর আগে ২০০৯ সালে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হলে তিনি কূটনীতিকদের প্রেসিডেন্ট প্রাসাদে ডেকে নিয়ে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষনা দেন।
তারপর থেকেই বর্বর ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক আর পুনঃস্থাপন করেনি বলিভিয়া।