স্ত্রীর পরামর্শে মন্ত্রিসভায় রদবদল ক্যামেরনের!
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এর আগে স্বীকার করেছিলেন তার মন্ত্রিসভায় যথেষ্ট সংখ্যক মহিলা সদস্য নেই৷ মন্ত্রিসভায় মহিলাদের জন্য জায়গা করে দেয়ার পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী সামান্থাও৷
সম্ভবত এবার স্ত্রীর সেই পরামর্শই মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ রদবদল করে মন্ত্রিসভায় সাত মহিলাকে স্থান দিলেন তিনি।
এই সাতজনের মধ্যে একজন এশীয় বংশোদ্ভূত৷ তার নাম প্রীতি প্যাটেল৷ উগান্ডা থেকে ব্রিটেনে আসে তার পরিবার৷ ২০১০ সালের নির্বাচনে তিনি উইদ্যাম কেন্দ্র থেকে জয়ী হন৷ মন্ত্রিসভার রদবদল করার পর তাকে রাজকোষ সচিব করা হয়েছে৷
রাজনীতিতে আসার আগে ওয়েবার স্যান্ডউইক নামে একটি আন্তর্জাতিক সংস্থার কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের ডিরেক্টর ছিলেন তিনি। সূত্র: কলকাতা ২৪