চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৫০
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত দেড়শ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে (০৮৩০ জিএমটি) চীনের হুনান প্রদেশের ওয়েনপিং-এর ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানায়, ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রথম দিকে ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ৭৯ জন আহত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন।
ইউএসজিএস জানায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার অভ্যন্তরে ভূমিকম্পটির উৎপত্তি। গত ১৪ বছরের মধ্যে এটাই হুনানে সবচেয়ে বড় আঘাত। ১৯৭০ সালে এই প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পে ১৫ হাজার মানুষের মৃত্যু ঘটে।
তবে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৫।