চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮১
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রবিবার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ১ হাজার ৮৮১ জন। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে চীনের ইউনান প্রদেশের ওয়েনপিংয়ের ১১ কিমি উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে ১২ হাজার বাড়িঘর ধ্বংস ও ৩০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিনহুয়া জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সিসিটিভি জানায়, ১৪ বছরের মধ্যে ওই প্রদেশে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
সিনহুয়ার প্রাথমিক খবরে নিহতের সংখ্যা ২৬ জন বলা হলেও এ সংখ্যা দ্রুত বাড়তে থাকে। দ্বিতীয় দফায় ১৫০ এবং পরে ১৭৫ জনের মৃত্যুর খবর দেয় সিনহুয়া। পরে তা বেড়ে ৩৮১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ভূমিকম্প বিধ্বস্ত এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধের পাশাপাশি টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সরকারি কর্মকর্তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্গত এলাকায় তাঁবু ও অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।