যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন দূত ঢাকায়
তিন দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত স্টিফেন জে র্যাপ। সকালে ঢাকায় পৌঁছেই তিনি ধানমণ্ডির ২৭ নম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে যান। সেখানে তদন্ত সংস্থা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন।
মার্কিন বিশেষ দূত হিসেবে স্টিফেন জে র্যাপের এটি পঞ্চম বাংলাদেশ সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা গেছে, মঙ্গলবার সকালে তিনি পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।
ঢাকায় অবস্থানকালে তিনি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্র ও বিবাদী উভয়পক্ষের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এর আগে বাংলাদেশ সফরে এসে স্টিফেন জে র্যাপ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারে মার্কিন সরকারের সমর্থনের কথা জানান। একই সঙ্গে তিনি বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান রক্ষার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রম্নটির কথাও তুলে ধরেন।