ফিলিস্তিনিদের জামায়াতের অর্থ সহায়তা

ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় ক্ষতিগ্রস্থ ফিলিস্তিনি জনগনের জন্য অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডীন মিঃ শাহের মুহাম্মাদের সাথে সাক্ষাত করে নগদ অর্থ প্রদান করেন। প্রতিনিধি দলের অন্য ৩ সদস্য হলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী সেক্রেটারী মতিউর রহমান আকন্দ এবং ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন।
সাক্ষাতকালে তারা ফিলিস্তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদের লেখা একটি পত্র ফিলিস্তিনী রাষ্ট্রদূতের হাতে হস্তান্তর করেন। এই পত্রে মকবুল আহমাদ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা এবং গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি ইসরাইলী হামলায় নারী-শিশুসহ যে সব লোক নিহত হয়েছে তাদের পরিবার-পরিজন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানান। তিনি ফিলিস্তিনীদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব মুসলিমসহ সকল শান্তিকামী রাষ্ট্র ও জনগণের প্রতি উদাত্ত আহবান জানান। সেই সাথে ইসরাইলীদের এ গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button