ইসরাঈলী হামলায় ৯ জাতিসংঘ কর্মকর্তা নিহত

UNঅবরুদ্ধ গাজা উপত্যকায় খুনি ইসরাইলের পাশবিক হামলায় জাতিসংঘের নয়জন কর্মকর্তা নিহত হয়েছেন। ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংগঠন-ইউনাইটেড নেশনস রিলিফস এ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেসটাইন রেফিউজিস (ইউএনআরডাব্লিউএ) এক বিবৃতিতে একথা জানিয়েছে। প্রেসটিভি ।
অন্যদিকে গাজায় ইসরাইলী হামলাকে ‘ফিলিস্তিনীদের বিরুদ্ধে আরব দেশগুলো ও ইসরাইলের যৌথ যুদ্ধ’ বলে দাবি করেছে সিএনএন ।
তাছাড়া ফিলিস্তিনের গাজা উপত্যকার অধিকাংশ এলাকায় গতকাল সোমবার ৭ ঘণ্টার অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে ইসরাইল। জাতিসংঘ পরিচালিত স্কুলে রবিবার মারাত্মক হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে একতরফা এ অস্ত্রবিরতির ঘোষণা দিল ইসরাইল। এএফপি।
তবে আল জাজিরার সংবাদে বলা হয়েছে, যুদ্ধ বিরতি ঘোষণার ঘন্টাখানেকের মধ্যেই শান্তি শরণার্থী শিবিরে রকেট হামলা চালিছে ইসরাইল। এতে ২ শিশু নিহত ও ৩০ জন আহম হয়।
এদিকে ইউএনআরডাব্লিউএ’র বিবৃতিতে বলা হয়েছে, গত ছয় বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার সহিংস হামলায় গাজা ধ্বংস হচ্ছে। এবারের হামলায় গাজাবাসীর সঙ্গে জাতিসংঘের কর্মীরাও মারা পড়ছেন। ইউএনআরডাব্লিউএ’র পরিচালক রবার্ট টার্নার বলেছেন, এটি এমন এক দুঃখজনক ঘটনা যা কখনো ভোলা যাবে না।
টার্নার বলেন, “শুরু থেকেই নিরবচ্ছিন্নভাবে আমরা আমাদের স্থাপনা ও লোকজনকে টার্গেট না করার জন্য সংঘর্ষরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছি। আমাদের স্থাপনার অবস্থান আমরা বহুবার ইসরাইলী সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি। কোথায় কোথায় বেসামরিক লোকজনের আশ্রয়স্থল আছে তাও আমরা জানিয়েছি। তারপরও তারা কিভাবে এসব স্থানে হামলা চালায় তা আমাদের বোধগম্য নয়।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button