সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ইসলামি সংগঠনগুলোর
মাদরাসা শিক্ষা নিয়ে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসীন আলীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ইসলামি সংগঠন। গতকাল পৃথক বিবৃতিতে তারা মন্ত্রীর বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অনতিবিলম্বে সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামি শিক্ষা ও আলেম-ওলামাবিরোধী বক্তব্যের দাঁতভাঙা জবাব দেবেন।
সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ : দেশের শীর্ষ উলামায়ে কেরাম গভীর উদ্বেগ ও ধিক্কার জানিয়ে সমাজকল্যাণমন্ত্রীর ইসলামবিদ্বেষী বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। শীর্ষ উলামায়ে কেরাম বলেন, ৯৫ শতাং মুসলমানের এ দেশে ইসলামি তাহজীব-তমদ্দুন ধ্বংস, ইসলামি শিা বন্ধের হুমকি ও বিভিন্ন ইসলামবিরোধী বেসামাল বক্তব্য দিয়ে কিছু মন্ত্রী ও ইসলামের দুশমন এ দেশকে গভীর সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছেন। তার এহেন ইসলামবিদ্বেষী অসৌজন্যমূলক বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং তওবা করে নিঃশর্ত মা চাইতে হবে।
বিবৃতিতে স্বার করেনÑ জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শাইখ আবদুল মোমিন, শীর্ষ আলেমেদ্বীন রাবেতা আলম আল-ইসলামির স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপিত মাওলানা মুহিউদ্দীন খান, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মাদ ইসহাক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরিয়ত ও ইসলামি দলগুলোর আহ্বায়ক মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ, মাদরাসা শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের যুগ্ম মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী প্রমুখ।
ইসলামী আন্দেলন বাংলাদেশ : মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বেশ কিছু দিন ধরে সমাজকল্যাণমন্ত্রী ও তার দফতর লাগামহীনভাবে অযৌক্তিক বক্তব্য দিয়ে যাচ্ছে। অনুদানপ্রাপ্ত বেসরকারি এতিমখানাগুলোর ক্যাপিটেশন গ্রান্ড বাতিলের অযৌত্তিক শর্ত জুড়ে দিয়ে ধর্মীয় শিক্ষা বন্ধের পাঁয়তারা শুরু করেছে। মাদরাসা বন্ধের ষড়যন্ত্র ও মন্ত্রীর এহেন লাগামহীনভাবে বক্তব্য অবিলম্বে বন্ধ করুন।
গতকাল এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরো উপস্থিত ছিলেনÑ যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।
খেলাফত মজলিস : সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মাদরাসা শিক্ষা বন্ধ করে দেয়ার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমির অধ্য মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, অনতিবিলম্বে সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামি শিক্ষা ও আলেম-ওলামাবিরোধী বক্তব্যের দাঁতভাঙা জবাব দেবেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : সভাপতি শায়েখ আব্দুল মোমিন, নির্বাহী সভাপতি আল্লামা মোস্তফা, সিনিয়র সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস গতকাল এক বিবৃতিতে অবিলম্বে সমাজকল্যাণমন্ত্রী মহসীন আলীর অপসারণ দাবি করে বলেছেন, ইসলামি শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। এ দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অতীতে কেউ পার পায়নি, আপনারাও পাবেন না।
বাংলাদেশ খেলাফত আন্দোলন : প্রধান আমিরে শরিয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ সমাজকল্যাণমন্ত্রীর মাদরাসা বন্ধ করে দেয়ার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, পীর আওলিয়ার বাংলাদেশে মাদরাসা বন্ধ করার সাহস কারো নেই, যারা মাদরাসা বন্ধ করার কথা বলবে বা চেষ্টা করবে তাদের মুখ বন্ধ করে দেয়া হবে। গতকাল বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে আমেলার এক জরুরি বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।