নিজের ঝরানো রক্তেই ইসরাইল ডুববে : এরদোগান
ইসরাইল ফিলিস্তিনি মায়েদের সচেতনভাবে হত্যা করছে বলে উল্লেখ করে তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগান বলেছেন, ‘আজ ইসরাইল যে রক্ত ঝরাচ্ছে তাতেই তারা ডুববে।’ রোববার ইস্তাম্বুলে এক নির্বাচনী সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতিতে এরদোগান এ কথা বলেন।
আগামী ১০ অগাস্ট তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই সমাবেশটির আয়োজন করা হয়।
সমাবেশে এরদোগান ফের গাজায় ইসরাইলি হত্যাকাণ্ডকে ইউরোপে চালানো হিটলারের কার্যক্রমের সাথে তুলনা করেন।
তিনি বলেন, ‘একেবারে হিটলারের মতো, যিনি নিখুঁত একটি জাতি তৈরি করার ডাক দিয়েছিলেন, তেমনি ইসরাইলও ওই একই ল্েযর পেছনে ছুটছে।’ এরদোগান বলেন, ‘ফিলিস্তিনিদের যেন জন্ম দিতে না পারে তার জন্য নারীদের হত্যা করছে ইসরাইল; তারা সন্তানদের হত্যা করছে যেন তারা পূর্ণবয়স্ক হয়ে উঠতে না পারে; তারা পুরুষদের হত্যা করছে যেন তারা তাদের দেশকে রা করতে না পারে।’ তিনি বলেন, ‘তারা যে রক্ত ঝরাচ্ছে তাতেই তারা ডুববে।’
একদিন আগে শনিবারও আরেকটি নির্বাচনী সমাবেশে তিনি এ ধরনের মন্তব্য করে বলেছিলেন, ‘গতকাল (শুক্রবার) যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল ইসরাইল তা মান্য করেনি, তাদের রক্ত পিপাসা বন্ধ হবে না। কিন্তু যে রক্তের জন্য পিপাসার্ত তারা তাতেই ডুববে।’
এরদোগান বলেন, ‘যখন ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের দোকানপাটে হামলা প্রতিরোধ করতে আমাদের পুলিশ ব্যবস্থা নেয়, তখন পশ্চিমা গণমাধ্যমগুলো এটি নিয়ে দিনের পর দিন কথা বলে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, আপনারা (সবাই) কথা বলেছিলেন। এখন আপনারা কোথায়?’