একনেকে ৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৭২০ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও  এই বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পগুলোর অনুমোদন দেন।
অনুমোদিত প্রকল্পগুলো হলো ব্রিড আপগ্রেডেশন থ্রু প্রজেনী টেস্ট (তৃতীয় পর্যায়) প্রকল্প, এর ব্যয় ৪৪ কোটি ১৩ লাখ টাকা। ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ১৪৬ কোটি ৭৫ লাখ টাকা। পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ বরিশাল বিভাগীয় কার্যক্রম-১ (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ১৭৫ কোটি ৮০ লাখ টাকা এবং লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা এবং তৎসংলগ্ন এলাকাকে মেঘনা নদীর অব্যাহত ভাঙন থেকে রক্ষাকল্পে নদী তীর সংরক্ষণ (প্রথম পর্যায়) প্রকল্প, এর ব্যয় ১৯৮ কোটি ২ লাখ টাকা।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, এই ৪ প্রকল্পের ব্যয়ের জন্য সরকারি তহবিল থেকে আসবে ৫৬৪ কোটি ৭০ লাখ টাকা ও বৈদেশিক সহায়তা থেকে পাওয়া যাবে ১৫৬ কোটি টাকা। এই ৪টি প্রকল্পের মধ্যে ২টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button