গাজায় ৭২ ঘণ্টার মানবিক যুদ্ধবিরতি কার্যকর
ফিলিস্তিনের গাজায় ৭২ ঘণ্টার মানবিক যুদ্ধবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় তা কার্যকর হয়। এর আগে মিসরের মধ্যস্থতায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরাইল। ইসরাইল ইতোমধ্যেই তাদের সব সৈন্য গাজা থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক মিনিট আগেও গাজা সিটি এবং ফিলিস্তিনের দক্ষিণ ও মধ্যবর্তী অঞ্চলে বিমান হামলা চালায় তারা।
এদিকে মধ্যস্থতাকারী মিসর স্থায়ীভাবে সহিংসতা বন্ধে ইসরাইল ও ফিলিস্তিনকে কায়রোতে পরোক্ষ আলোচনার অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে।