নিউ ইয়র্ক টাইমসের প্রিন্ট ভার্সনে বিজ্ঞাপনে ধস
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের প্রিন্ট ভার্সনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন বিজ্ঞাপনদাতারা। তারা অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন এর অনলাইন ভার্সনে। সম্প্রতি সার্কুলেশনে সর্বোচ্চ উপার্জনের কথা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তবে কাগুজে নিউ ইয়র্ক টাইমসে বিজ্ঞাপনের হার কমছে দ্রুতগতিতে। আর পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন গ্রাহক ও বিজ্ঞাপনদাতার হার।
চলতি বছরের দ্বিতীয় তিন মাসে পত্রিকাটির লাভ হয়েছে মাত্র ৯২ লাখ ডলার। অথচ গত বছরে একই সময়ে তা ছিল দুই কোটি এক লাখ ডলার। এ সময়ে সার্কুলেশনের আয় বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। কিন্তু বিজ্ঞাপন থেকে আয় কমেছে ৪ দশমিক ১ শতাংশ।
সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, তাদের পাঠকেরা কাগুজে পত্রিকাকে পছন্দ করছে ঠিকই, কিন্তু এই মাধ্যমটির প্রতি অনাগ্রহী হয়ে পড়ছেন বিজ্ঞাপনদাতারা।