সালেহ ঈসা লিবিয়ার নতুন প্রেসিডেন্ট
লিবিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য আকিলা সালেহ ঈসা। গত সোমবার তাকে এ পদে নির্বাচিত করে দেশটির নবগঠিত পার্লামেন্ট বা প্রতিনিধি পরিষদ।
সালেহ ঈসা পূর্বাঞ্চলীয় আল-কুবা শহর থেকে নির্বাচিত এমপি। ভূমধ্যসাগর তীরবর্তী শহর তোবরুকে প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর পার্লামেন্ট থতাকে এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করে। তার পক্ষে ১৫৫ জন এমপির মধ্যে ৭৭ জন ভোট দেন।
মিলিশিয়াদের দু’টি প আরবের তেলসমৃদ্ধ দেশটির দু’টি বৃহৎ শহরকে রীতিমতো যুদ্ধত্রে বানিয়ে ফেলায় গত জুনের নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট জেনারেল ন্যাশনাল কংগ্রেসকে (জিএনসি) বিলুপ্ত করে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস প্রতিষ্ঠা করা হয়। সেই হাউজ অব রিপ্রেজেন্টেটিভসই স্বতন্ত্র এমপি সালেহ ঈসাকে প্রেসিডেন্ট নির্বাচিত করল। তিনি নুরি আবুশাহমাইনের স্থলাভিষিক্ত হলেন। পেশায় আইনজীবী সালেহ ঈসা সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে বিচার বিভাগে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। লিবিয়ার অন্তর্বর্তীকালীন পরিকল্পনা অনুযায়ী বর্তমান হাউজ অব রিপ্রেজেন্টেটিভস আগের অন্তর্বর্তী জেনারেল ন্যাশনাল কংগ্রেসের স্থলাভিষিক্ত হয়েছে।